২৭ জুলাই, ২০২৪ ১৯:৫৯

আমন আবাদে কৃষকের ব্যস্ততা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

আমন আবাদে কৃষকের ব্যস্ততা

ফাইল ছবি

চাঁপাইনবাবগঞ্জে শুরু হয়েছে রোপা আমন আবাদ। ব্যস্ততা বেড়েছে কৃষকের। কেউ ধানের চারা তুলে রোপণ করছেন। হাল-সেচ দিয়ে জমি চাষাবাদের উপযোগী করছেন কেউ কেউ। কৃষি অধিদপ্তর বলছে, এবার মৌসুমের শুরুতে বৃষ্টি হওয়ায় আমন চাষিরা আগেই মাঠে নেমেছেন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, চাঁপাইনবাবগঞ্জে এ বছর ৫৩ হাজার ৯৫০ হেক্টর জমিতে রোপা আমন আবাদ হচ্ছে। এর মধ্যে সদর উপজেলায় ১০ হাজার ৩৮০, শিবগঞ্জে ৬০০, গোমস্তাপুরে ১৫ হাজার ৫২০, নাচোলে ২২ হাজার ৪০০ ও ভোলাহাট উপজেলায় ৫ হাজার ৫০ হেক্টর জমি রয়েছে। কৃষকরা জানান, গত বছর জেলায় বাম্পার ফলন হওয়ায় এবারও রোপা আমন চাষে ব্যস্ত হয়ে পড়েছেন তারা। মৌসুমের শুরুতেই আশানুরূপ বৃষ্টি হওয়ায় জমি প্রস্তুত করে চলছে ধানের চারা রোপণ। কিছু এলাকায় পানি সংকটে ধানি জমি প্রস্তুতে ভোগান্তিতে পড়েছেন চাষিরা। সবচেয়ে বেশি ভোগান্তিতে বরেন্দ্র অঞ্চলের কৃষকরা। শিবগঞ্জের কৃষক মুনিরুল ইসলাম জানান, এবার নির্ধারিত সময়ের আগেই রোপা আমনের বীজতলা প্রস্তুত করা হয়েছে। কোথাও কোথাও চলছে চারা রোপণ। আশা করা যাচ্ছে, এবারও ভালো ফলন পাওয়া যাবে।

বিডি প্রতিদিন/এমআই

 

সর্বশেষ খবর