শিরোনাম
১২ সেপ্টেম্বর, ২০২৪ ১৪:০১

গোপালগঞ্জে মাশরুম চাষ সম্প্রসারণ নিয়ে মাঠ দিবস

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জে মাশরুম চাষ সম্প্রসারণ নিয়ে মাঠ দিবস

গোপালগঞ্জে মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র্য হ্রাসকরণ প্রকল্পের আওতায় মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সদর উপজেলার গোবরা লঞ্চঘাট গ্রামের মাশরুম চাষি কামরুজ্জামান কাজীর বাড়ির আঙিনায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের গোপালগঞ্জ খামারবাড়ি এ মাঠ দিবসের আয়োজন করে।

এতে প্রধান অতিথির বক্তব্য দেন গোপালগঞ্জ খামারবাড়ির উপ-পরিচালক আ. কাদের সরদার। বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) সঞ্জয় কুমার কুন্ডু ও গোপালগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাবেয়া খাতুন।

গোপালগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা মাফরোজা আক্তারের সভাপতিত্বে ও সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. লিয়াকত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত মাঠ দিবসে কৃষি প্রকৌশলী মো. শফিকুর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা লোকমান হাকিম, কৃষক আকরামুজ্জামান গাজীসহ আরও অনেকে বক্তব্য রাখেন। মাঠ দিবসে মাসরুম চাষে আগ্রহী গোবরা গ্রামের শতাধিক নারী-পুরুষ অংশ নেন।

বিডি প্রতিদিন/এমআই

সর্বশেষ খবর