২৮ সেপ্টেম্বর, ২০২৪ ১৭:৪৮

ফসল বাঁচাতে স্লুইসগেট ভেঙে দিলেন কৃষকরা

ঝিনাইদহ প্রতিনিধি

ফসল বাঁচাতে স্লুইসগেট ভেঙে দিলেন কৃষকরা

ঝিনাইদহের মহেশপুরে ফসল বাঁচাতে উখড়ির বিলের বড় খালের পানি সরবরাহ সচল করতে স্লুইস গেট ভেঙে দিয়েছে স্থানীয় কৃষকরা।

শনিবার সকালে কেশবপুর, কুশাডাঙ্গা, করিঞ্চা ও  তৈলটুপি গ্রামের কৃষকরা উখড়ির বিলের ইজারাদারের বাঁধ ভেঙে দেয়। এতে বিলের মাছ যাতে বের না হয়ে যায় সে জন্য তারা নেট দিয়ে ঘিরে দেয়। স্থানীয় কয়েক'শ কৃষক এ কাজে অংশগ্রহণ করে বলে জানা গেছে।

তাদের দাবি উখড়ির বিলের ইজারাদার কবির হোসের নিজের ইচ্ছামত সরকারি খালের উপর স্লুইস গেট তৈরি করেছে। তাতে করে বর্ষা মৌসুমে বিলের পাড়ে কয়েক হাজার বিঘা জমির ফসল পানিতে ডুবে যায়। কয়েকদিনের ভারি বৃষ্টিতে বিলের পাড়ে কয়েক হাজার বিঘা জমির ফসল এখন পানির নিচ চলে গেছে। তাই এলাকার কৃষকরা সরকারি খালে ইজারাদারের বাঁধটি ভেঙে দেয়।

উখড়ির বিলের ইজারাদার কবির হোসেন বলেন, অনেক সময় বিপরীত দিক থেকে পানি এসে বিলে পানি ঢুকে এলাকার ফসল নষ্ট করে। তাই প্রশাসনের সাথে কথা বলে স্লুইস গেটটি তৈরি করা হয়েছিল। বিলের পানি বের হওয়ার জন্য গেট খোলা ছিল। পানিও বের হচ্ছিল তাও তারা গেইটটি একেবারে ভেঙে ফেলেছে।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর