কুমিল্লার বুড়িচংয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসনের লক্ষ্যে কৃষকদল কৃষকদের মাঝে ধানের চারা, সবজির চারা ও বীজ বিতরণ করেছে। এতে খুশি হন ক্ষতিগ্রস্ত কৃষকরা।
বৃহস্পতিবার বুড়িচং উপজেলার ভরাসার বাজারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন।
কুমিল্লা দক্ষিণ জেলা কৃষকদলের আহ্বায়ক মোস্তফা জামানের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন ষোলনল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেম। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কৃষকদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব হাজী জসিম উদ্দিন জসিম।আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষকদলের সহ-সভাপতি মো. মামুনুর রশীদ খান, যুগ্ম সম্পাদক কৃষিবিদ মো. শাহাদাৎ হোসেন বিপ্লব, সহ-সাংগঠনিক কে এম মামুনুর রশীদ, প্রচার সম্পাদক অধ্যাপক সামছুর রহমান শামস, সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) মো. এনায়েত উল্লাহ খোকন, কুমিল্লা মহানগর কৃষকদলের আহ্বায়ক কাজী শাহিনুর হোসেন শাহিন, বুড়িচং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কবির হোসেন, বুড়িচং কৃষকদলের সভাপতি ছাদেকুর রহমান, বিএনপির সাবেক সেক্রেটারি সানা উল্লাহ মোল্লা, যুবদলের আহ্বায়ক জাবেদ কাউসার সবুজ, সদস্য সচিব দেলোয়ার হোসেন দোলন, ষোলনল ইউনিয়ন বিএনপির সভাপতি সালেহ আহমেদ প্রমুখ।
বিডি প্রতিদিন/এমআই