ঢাকা, বুধবার, ২৪ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

খুলনায় কেক কেটে বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
নিজস্ব প্রতিবেদক, খুলনা
খুলনায় বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

দেশের সর্বাধিক প্রচারিত দৈনিক ‘বাংলাদেশ প্রতিদিন’ সাফল্যের ১৩ বছর অতিক্রম করে ১৪ বছরে পা রাখল। এ উপলক্ষে বুধবার খুলনা প্রেস ক্লাবে রাজনীতিবিদ, ব্যবসায়ী, উন্নয়নকর্মী ও গণমাধ্যম ব্যক্তিদের নিয়ে কেক কাটা, মিষ্টি বিতরণ ও আলোচনা সভার আয়োজন করা হয়। বর্ণাঢ্য আয়োজনে ফুলেল শুভেচ্ছোয় সিক্ত হয় বাংলাদেশ প্রতিদিন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মনা, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, খুলনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মামুন রেজা, খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারুক আহমেদ, সিনিয়র সাংবাদিক মকবুল হোসেন মিন্টু, গৌরাঙ্গ নন্দী, মো. শাহ আলম, মুন্সি মাহবুব আলম সোহাগ, হাসান আহমেদ মোল্লা, নগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এস এম কামরুজ্জামান জামাল, মহানগর যুবলীগের সভাপতি শফিকুর রহমান পলাশ, ইসলামি আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সহসভাপতি শেখ মোহাম্মদ নাসির উদ্দিন, মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, আমরা বৃহত্তর খুলনাবাসীর সাধারণ সম্পাদক সরদার আবু তাহের, নিরাপদ সড়ক চাই খুলনা নগরের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মুন্না।

আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশ প্রতিদিন প্রতিষ্ঠালগ্ন থেকে পাঠকের চাহিদা পূরণ করে সাহসিকতার সাথে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করছে। ফলে দৈনিকটি পাঠকের আগ্রহ ধরে রাখতে সমর্থ হয়েছে। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রতিদিন খুলনার ব্যুরো প্রধান সামছুজ্জামান শাহীন। আরও উপস্থিত ছিলেন খুলনা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান রিয়াজ, মল্লিক সুধাংশু, মো. হুমায়ুন কবীর, আনোয়ার হোসেন, সুনীল দাস, শেখ আল এহসান, মাকসুদুর রহমান, আনোয়ারুল ইসলাম কাজল, ওয়াহেদ-উজ-জামান বুলু, নূর ইসলাম রকি, রকিবুল ইসলাম মতি, হাসানুর রহমান তানজির, রফিক আলী, বিএইচ সজল।

অতিথিরা কেক কেটে বাংলাদেশ প্রতিদিনের ১৪ বছর পদার্পণ উপলক্ষে পত্রিকাটির সমৃদ্ধি ও সফলতা কামনা করেন। এর আগে ভোরে খুলনা সংবাদপত্র হকার্স ইউনিয়নের পক্ষ থেকে বাংলাদেশ প্রতিদিনের বর্ষপূর্তি উপলক্ষে কেক কাটা হয়।

বিডিপ্রতিদিন/কবিরুল



এই পাতার আরো খবর