ঢাকা, বুধবার, ২৪ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

রাজশাহীতে আনন্দ-আড্ডায় বাংলাদেশ প্রতিদিনের জন্মদিন উদযাপন
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
বাংলাদেশ প্রতিদিনের ১৪তম জন্মদিনে শুভেচ্ছা জানাতে আসেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন

পদ্মাপারের নোঙরে হাজির অতিথিরা। সকালটা আনন্দ আড্ডায় হয়ে উঠল প্রাণবন্ত। ফুল হাতে কেউ জানালেন শুভ কামনা, কেউ দাবি করলেন সামনের দিনগুলোতে আরেকটু গুরুত্ব পাক রাজশাহীর মানুষের কথা। বাংলাদেশ প্রতিদিন প্রতিনিধিত্ব করুক গণমানুষের। নোঙরে অতিথিদের স্বাগত জানান বাংলাদেশ প্রতিদিনের নিজস্ব প্রতিবেদক কাজী শাহেদ।

দেশের সর্বাধিক প্রচারিত গণমাধ্যম বাংলাদেশ প্রতিদিনের ১৪তম জন্মদিনে শুভেচ্ছা জানাতে আসেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল, রাজশাহীস্থ ভারতের সহকারী হাইকমিশনার মনোজ কুমার, পশ্চিমাঞ্চল রেলের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার, রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক হাবিবুর রহমান, সচিব হুমায়ুন কবীর, রাজশাহী কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবদুল খালেক, সাবেক অধ্যক্ষ অধ্যাপক হাবিবুর রহমান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক অধ্যাপক ফরিদ উদ্দিন,  জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, নগর যুবলীগ সভাপতি রমজান আলী, শিক্ষক নেতা শফিকুর রহমান বাদশা, কবিকুঞ্জের সাধারণ সম্পাদক আরিফুল হক কুমার, ঋত্মিক ঘটক ফিল্ম সোসাইটির সভাপতি ডা. এফএমএ জাহিদ, বাংলাদেশ রেশম মালিক সমিতির সভাপতি লিয়াকত আলী, নগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টু, রাজশাহী পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মতিউল হক টিটো, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান প্রমুখ।

মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, বাংলাদেশ প্রতিদিন এখন দেশের এক নম্বর সংবাদপত্র। তারা মুক্তিযুদ্ধের পক্ষে অবিচল থাকবে আগামীতেও এমন প্রত্যাশা রাখছি।

বিডিপ্রতিদিন/কবিরুল



এই পাতার আরো খবর