মানুষের টুঁটি চেপে ধরা হে করোনাকাল দ্যাখো, লালিত্য সুবহে সাদিক হাতড়াচ্ছে সংক্রমিত শহর কোথাও কোন মানুষ নেই লাওয়ারিশ সময়।
যে মানুষটি অভিমান বোঝে না সেও ভীষণ কষ্ট পাচ্ছে যে মানুষটি কোনোদিন ভালোবাসেনি সেও কষ্ট পাচ্ছে এমনি করে কতদিন কষ্ট পেয়ে মরবো জানি না শুধু রাস্তায় ট্রাকগুলো বড় বড় হরফে জানান দিচ্ছে সাবধানবাণী 'দূরত্ব বজায় রাখুন'
দ্যাখো আমরা একা হয়ে গেছি কবরের মতন দূরত্ব বিলাসিতায় স্পর্শহীন সকাল।
বিডি প্রতিদিন/ফারজানা