ঢাকা, শনিবার, ৯ নভেম্বর, ২০২৪

আজকের পত্রিকা

পরিপত্র
আবুল হাসনাৎ মিল্টন
আবুল হাসনাৎ মিল্টন

এইসব সুচতুর ব্যর্থরা জানে তারা এতটাই গুরুত্বপূর্ণ যে আলুর পরিবর্তে পচা টমেটো দিলেও তাদের কেশাগ্রও কেউ কোনদিন স্পর্শ করতে পারবে না।

যেহেতু গুরুত্বপূর্ণ তাই তারা সমালোচনার ঊর্ধ্বে যেহেতু গুরুত্বপূর্ণ তাই তারা মানুষকে গোনায় ধরে না যেহেতু গুরুত্বপূর্ণ তাই তাদের কালো হাত প্রত্যাশারও অধিক লম্বা।

যারা নিজেদের এত গুরুত্বপূর্ণ ভাবে তারা কি আসলেই এতটা গুরুত্বপূর্ণ ?

আমার কাছে তো কেবল পিতা-মাতা বোন ও তাদের সন্তানেরাই গুরুত্বপূর্ণ

একদল চোর কি করে সমাজে গুরুত্বপূর্ণ হয় ? পরিপত্র জারি করলেই কি চোরের গুরুত্ব বাড়ে ?

নিজেকে যতই গুরুত্বপূর্ণ ভাবুক না কেন আমাদের ঘৃণার শীর্ষে আমাদের ক্ষোভের শীর্ষে চোরদের বসবাস।

৯ মে ২০২০ নিউক্যাসেল, অস্ট্রেলিয়া

বিডি প্রতিদিন/এ মজুমদার



এই পাতার আরো খবর