ঢাকা, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪

আজকের পত্রিকা

বিজয় দিবসের কবিতা
১৬ ডিসেম্বর
আসিফ ইকবাল

১৬ ডিসেম্বর দুটি শব্দ, একটি বাক্য একটি নাম, একটি ভালোবাসা একটি দেশ, প্রিয় বাংলাদেশ।

১৬  ডিসেম্বর একটি ভু-খণ্ড, একটি লাল সবুজ পতাকা একটি জাতীয় সঙ্গীত  আমার সোনার বাংলা।

১৬ ডিসেম্বর একটি প্রেম, একটি ভালোবাসা শেখ মুজিবুর রহমান সাড়ে সাত কোটি বাঙালির  জাতির পিতা। 

১৬ ডিসেম্বর নরপিশাচ ইয়াহিয়ার অসহায় আত্মসমর্পণ  খাকি পোশাকের পাকিস্তানি সৈন্যের দলিত লাশ, মুক্তিযোদ্ধার বিজয়োল্লাস।

১৬ ডিসেম্বর তাজউদ্দিন, কামরুজ্জামান, নজরুল ইসলাম, মনসুর আলি চার নেতার আত্মত্যাগের  প্রিয় বাংলাদেশ। 

১৬ ডিসেম্বর  আমার দেশ, তোমার দেশ লাখো মুক্তিযোদ্ধার আত্মত্যাগ বাঙালি জাতির সমুদ্রগর্জন  বাংলাদেশ, বাংলাদেশ।

১৬ ডিসেম্বর আর্য থেকে অনার্য হিন্দু থেকে মুসলিম বৌদ্ধ থেকে খ্রিস্টান ভালোবাসার চারণ ভূমি প্রিয় বাংলাদেশ।

১৬ ডিসেম্বর লাখো মুক্তিযোদ্ধা, কোটি বাঙ্গালির  উৎসব, উচ্ছ্বাস আর উল্লাসের প্রিয় জন্মভূমি সবুজ বাংলাদেশ।

১৬ ডিসেম্বর বীর শ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম, বীর প্রতীক ২ লাখ মা-বোনের সম্ভ্রম হারানো ৩০ লাখ শহীদের রক্তলাল আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি।

১৬ ডিসেম্বর অ, আ, ক, খ সালাম, বরকত, জব্বার, রফিক, শফিকের মাতৃভাষা বাংলার দেশ  বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ।

লেখক: সিনিয়র ক্রীড়া সাংবাদিক



এই পাতার আরো খবর