ঢাকা, রবিবার, ২৮ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

মৃতদেহ কবর থেকে তুলে যেখানে সাজানোর রীতি!
অনলাইন ডেস্ক

রীতি-রেওয়াজ, কুসংস্কার কিংবা অন্ধবিশ্বাস-এসব ভারী অদ্ভুত বিষয়। এই যেমন ইন্দোনেশিয়ার এক গ্রামে প্রতি তিন বছর অন্তর মৃত ব্যক্তিকে মাটি খুঁড়ে কবর থেকে বের করে আনা হয়। তারপর সেই মৃতদেহকে স্নান করানোর পর নানাভাবে সাজিয়ে গোটা গ্রামে ঘোরানো হয়। এটা দেশটিতে প্রচলিত একটি সামাজিক অনুষ্ঠান।

ইন্দোনেশিয়ার এই সামাজিক অনুষ্ঠানের নাম 'mummies Ma'nene'বা মৃতদেহকে পরিষ্কার করা। কিন্তু কেন এমন করা হয়? স্থানীয়রা বলছেন, আত্মার শান্তি কামনা, ও মৃতদের কাছ থেকে আশীর্বাদ নেওয়ার জন্যই তারা এমন কাজ করে থাকেন।

তারা আরও বলেন, প্রতি তিন বছর পর মৃতদেহকে বের করে আনা হয় কবর থেকে। তারপর ভালভাবে স্নান করানো হয় মৃতদেহকে। এরপর চোখে সানগ্লাস, জিনস বা অন্য ভাল পোশাক পরিয়ে কাঁধে চাপিয়ে মৃতদেহকে গোটা গ্রামে ঘোরানো হয়। এসময় মুখে বলা হয়, ''এই দেখো আমি ফিরে এসেছি।''

সূত্র: ২৪ ঘণ্টা 

 

বিডি-প্রতিদিন/০১ নভেম্বর, ২০১৫/মাহবুব

 

 

 



এই পাতার আরো খবর