ঢাকা, রবিবার, ২৮ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

পাঁজরের বাইরে হৃদপিণ্ড বহন করছে যে শিশুটি...
অনলাইন ডেস্ক

শিশু কন্যাটির নাম ভিরসাভিযা বরুন। বয়স ৬ বছর। রাশিয়ার বাসিন্দা বরুনের হৃদপিণ্ড ওর বুকের বাইরে অবস্থিত। ১০ লক্ষ শিশুর মধ্যে মাত্র সাড়ে পাঁচজনের ক্ষেত্রে এমনটা হতে পারে। বরুন সেই ব্যতিক্রমী শিশুদের মধ্যে একজন। জন্ম থেকেই শরীরের বাইরে থাকা হৃদপিণ্ডটা একটা পাতলা চামড়ার আস্তরণে ঝুলছে। হাসিখুশি মেয়েটার চিকিৎসার জন্য ওর মা তাই ওকে নিয়ে এসেছে আমেরিকার বোস্টনে।

তবে চিকিৎসকরা এখনই ওর শরীরের উপর অস্ত্রোপচার করতে পারছেন না। কারণ বরুনের রয়েছে উচ্চ রক্তচাপ। বাচ্চাটির মা দারি বরুন বলেছেন, "আমি যখন গর্ভবতী ছিলাম, তখন ডাক্তাররা বলেছিলেন, আপনার বাচ্চা মারা যাবে। বাঁচবে না। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ, আমার মেয়েটা বেঁচে আছে।"

সূত্র: ২৪ ঘণ্টা

 

বিডি-প্রতিদিন/ ০২ নভেম্বর, ২০১৫/ রশিদা

 

 



এই পাতার আরো খবর