ঢাকা, রবিবার, ৬ অক্টোবর, ২০২৪

আজকের পত্রিকা

ধর্ষিতাকে বিচারকের প্রশ্ন, কেন তিনি পা দুটো জোড়া করে রাখেননি!
অনলাইন ডেস্ক

মহান বিচারক! হে ধর্মাবতার। হুজুর। সাধারণত বিচারকদের সম্মানে এমন সব সম্ভাষণই করা হয়। আর বিচারকরা এই সম্মান পাওয়ার যোগ্যতাও রাখেন। কিন্তু সম্প্রতি কানাডার এক বিচারক বেফাঁস এক মন্তব্য করে বেগতিক অবস্থার সৃষ্টি করেন। 

রবিন ক্যাম্প নামের ওই বিচারকের এজলাসে একটি ধর্ষণ মামলা চলছিল। ধর্ষণের শিকার মেয়েটির বয়স ১৯। বিচারক তার কাছে জানতে চান, কেন তিনি ফাঁকা বাড়িতে বেসিনের সামনে থেকে আসার সময় টপের সব বোতামগুলো ভালোমতো লাগিয়ে নেননি? কেন সেই তরুণী তার পা দুটো জোড়া করে রাখেননি? এমনটা করলেই অভিযুক্ত পুরুষ তাকে ধর্ষণ করতেন না।'

বিচারকের এহেন মন্তব্যে হতভম্ব উপস্থিত সকলে। অনেকে রীতিমতো ক্ষুব্ধ হয়ে ওঠেন। চারপাশের প্রতিক্রিয়ায় বিচারক অবশ্য দ্রুত ক্ষমা চেয়ে নিতে ভুল করেননি। 

সূত্র: জি২৪

বিডি-প্রতিদিন/ ১৪ নভেম্বর, ২০১৫/ রশিদা



এই পাতার আরো খবর