ঢাকা, রবিবার, ২৮ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

প্যারিসে জঙ্গি হামলার পিছনে যুক্তি খুঁজে পেলেন ভারতীয় মন্ত্রী!
অনলাইন ডেস্ক

প্যারিসে নৃশংস জঙ্গি হামলার পিছনে কারণ খুঁজে পেলেন উত্তর প্রদেশের মন্ত্রী আজম খান! সমাজবাদী পার্টির এই নেতা কার্যত ঘুরিয়ে সাদা চামড়ার বিশ্বকেই দায়ী করলেন এই হামলার নেপথ্য কারণ হিসেবে।

এক জনসভায় আজম খান বলেন‚ প্যারিসে জঙ্গি হামলা নিন্দনীয়। কিন্তু একইসঙ্গে বিশ্বের যে কোনও প্রান্তে নিরপরাধ মানুষকে হত্যাও নিন্দার যোগ্য। জঙ্গি দমনের নামে ইরাক‚ ইরান‚ আফগানিস্তান‚ লিবিয়া‚ সিরিয়াকে কার্যত গুঁড়িয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র এবং রাশিয়া। তারই প্রত্যাঘাত প্যারিসে জঙ্গি হামলা।

শুক্রবার রাতে প্যারিসে জঙ্গি হামলায় এখনও অবধি প্রাণ হারিয়েছেন অন্তত ১২৯ জন। ন্যক্কারজনক এই হামলার পরে আজম খানের প্রতিক্রিয়ায় সমালোচনার ঝড় উঠেছে। বিজেপি দাবি করেছে‚ দলীয় নেতার এহেন মন্তব্যের পরিপ্রেক্ষিতে অবিলম্বে ক্ষমা চাইতে হবে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবকে।

 

সূত্র: জি২৪  

 

বিডি-প্রতিদিন/ ১৭ নভেম্বর, ২০১৫/ রশিদা



এই পাতার আরো খবর