ঢাকা, রবিবার, ২৮ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

সাকা ও মুজাহিদের ফাঁসি কার্যকরে পাকিস্তান মর্মাহত
অনলাইন ডেস্ক

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসির দণ্ডাদেশ কার্যকরের ঘোষণায় মর্মাহত পাকিস্তান সরকার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ কথা জানিয়েছে। খবর দ্য ডন।  

এর অাগে দ্য ডন পত্রিকার শিরোনামে বলা হয়, ‘বাংলাদেশ বিরোধী জামায়াত নেতার ফাঁসি কার্যকর করছে’। ১৯৭১ সালের স্বাধীতাযুদ্ধে ভূমিকার জন্য বাংলাদেশে শীর্ষ দুই বিরোধী নেতাকে কয়েক ঘণ্টার মধ্যে মৃত্যুদণ্ড কার্যকর করা হচ্ছে বলে উল্লেখ করে পত্রিকাটি। ডন বলছে, ৬৭ বছর বয়সী মুজাহিদকে ১৯৭১ সালে দেশটির শীর্ষ বুদ্ধিজীবীদের হত্যার মতো যুদ্ধাপরাধে ফাঁসির দণ্ড দেওয়া হয়। মুজাহিদ জামায়াতে ইসলামের দ্বিতীয় শীর্ষ নেতা বলে খবরে উল্লেখ করা হয়। 

 

বিডি-প্রতিদিন/ ২২ নভেম্বর, ২০১৫/ রশিদা



এই পাতার আরো খবর