রাজীব গান্ধীর সময়ে সালমান রুশদির ‘দ্য স্যাটানিক ভার্সেস’ বইটি নিষিদ্ধ করেছিল তৎকালীন কংগ্রেস সরকার৷ দীর্ঘ ২৭ বছর পর এই নিয়ে মুখ খুললেন কংগ্রেসের বর্ষীয়ান নেতা পি চিদম্বরাম৷ রাজীব গান্ধী সরকারে সময়ে তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন।
শনিবার চিদম্বরাম বলেন, সালমান রুশদির ‘দ্য স্যাটানিক ভার্সেসে’র উপর নিষেধাজ্ঞা জারি করা উচিত হয়নি রাজীব গান্ধী সরকারের। ‘দ্য স্যাটানিক ভার্সেস’ নিষিদ্ধ করা ‘ভুল’ হয়েছিল।
তিনি বলেন, ‘‘আমার বলতে কোন দ্বিধা নেই যে সালমান রুশদির বই নিষিদ্ধ করার সিদ্ধান্ত ভুল ছিল।’’ কিন্তু এই কথাটা বলতে অনেক দিন সময় লাগল তাঁর। কিন্তু কেন? প্রশ্ন করা হলে সাবেক অর্থমন্ত্রী বলেন, ‘‘আমাকে ২০ বছর আগে জিজ্ঞাসা করা হলেও আমি একই কথা বলতাম।’’
রুশদির বই নিষিদ্ধ করার পাশাপাশি ১৯৮০ সালে জরুরি অবস্থা জারি করাও কি ভুল সিদ্ধান্ত ছিল? এই প্রশ্নের উত্তরে চিদম্বরাম বলেন, ইন্দিরা গান্ধী নিজেও একথা স্বীকার করে নিয়েছিলেন যে, দেশে জরুরি অবস্থা জারি করা ভুল সিদ্ধান্ত ছিল।
সূত্র: কলকাতা২৪
বিডি-প্রতিদিন/২৯ নভেম্বর, ২০১৫/মাহবুব