ঢাকা, রবিবার, ২৮ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

প্লাবিত বিমানবন্দরের বিমানে শরণার্থী সাপ
অনলাইন ডেস্ক

২০০৬ সালের অগাস্টে যখন পরিচালক ডেভিড আর এলিস ‘স্নেকস অন আ প্লেন’ ছবিটি তৈরি করেছিলেন তখনও ভাবেননি যে প্লেনের মধ্যে আশ্রয় নিতে পারে সাপ। বাজেটের দ্বিগুণ মুনাফা করা মার্কিন চলচ্চিত্রের বাস্তবায়ন হল চেন্নাই বিমানবন্দরে।

বন্যার কারণে পানি জমে গিয়েছিল চেন্নাই বিমানবন্দরে। বন্ধ হয়ে গিয়েছিল বিমান উড্ডায়ন। বন্যার পানি নেমে যেতেই বিমান পরিষ্কার করার সময় দেখা মিলল বিষধর সাপের। তবে সিনেমার মতো বিমানের ভিতরে নয়, বিমানের টায়ারের উপরে ছিল সাপ। প্রবল বৃষ্টিপাত এবং বন্যার কবল থেকে নিজেদের রক্ষা করতে বিমানের টায়ারে আশ্রয় নিয়েছিল সাপেরাও। বিমানের টায়ারে আশ্রয় নেওয়া শরণার্থীদের দলে একটি ‘কিং কোবরা’ও ছিল বলে জানিয়েছেন বিমানবন্দরের এক কর্মী।

জানা গেছে, বিমান পরিষ্কার করতে গিয়ে সাপের ছোবলে আহত হয়েছিলেন বিমানবন্দরের দুই কর্মী। স্থানীয় হাসপাতালে চিকিৎসার পর অবশ্য তাঁরা সুস্থ আছেন। চেন্নাই শহরের একটি পশু প্রেমী সংস্থার তরফে এই বিষয়ে সব রকম সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে।

সূত্র: কলকাতা২৪

বিডি-প্রতিদিন/১১ ডিসেম্বর, ২০১৫/মাহবুব



এই পাতার আরো খবর