ঢাকা, রবিবার, ২৮ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

জঙ্গি নাশকতার আতঙ্কে বাতিল ব্রাসেলসের বর্ষবরণ
অনলাইন ডেস্ক

জঙ্গি নাশকতার আতঙ্কে থমকে গেল   বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে বর্ষবরণের আনন্দে। বাতিল করা হয়েছে সমস্ত অনুষ্ঠান। আতশবাজির প্রদর্শনীও বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। ১৩ নভেম্বর প্যারিসে জঙ্গি নাশকতার পর থেকেই হাই অ্যালার্ট জারি রয়েছে বেলজিয়ামে। 

প্রধানমন্ত্রী চার্লস মিশেল জানিয়েছেন, তথ্যের ভিত্তিতেই নিউইয়ারের অনুষ্ঠান বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন তারা। গত বছর নিউ ইয়ারের অনুষ্ঠান দেখার জন্য বাইরে থেকে এক লক্ষ মানুষ ভিড় করেছিলেন। 

ব্রাসেলসের মেয়র ওয়াইফান মেয়ুরের বক্তব্য, ভিড়ের মধ্যে প্রত্যেককে চেক করা সম্ভব নয়। তার সুযোগ নিতে পারে জঙ্গিরা। প্যারিসে নভেম্বরের জঙ্গি হানায় একশো তিরিশ জনের মৃত্যুর পর থেকে এমনিতেই আতঙ্কে রয়েছে ব্রাসেলস। গত মাসেও চারদিন লকডাউন ছিল বেলজিয়ামের রাজধানীতে। বন্ধ রাখা হয় স্কুল, কলেজ, মেট্রো পরিষেবা। সন্ত্রাস এড়াতে উৎসবের মরশুমে বাড়তি সতর্ক ব্রাসেলস।

সূত্র: জি২৪

বিডি-প্রতিদিন/ ৩১ ডিসেম্বর, ২০১৫/ রশিদা



এই পাতার আরো খবর