ঢাকা, শনিবার, ২৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

চীনকে হাওয়াইয়ের জবাব দিল ওয়াশিংটন
অনলাইন ডেস্ক

আমেরিকার হাওয়াই দ্বীপ দক্ষিণ চীন সাগরে অবস্থিত নয় বলে মন্তব্য করেছেন হোয়াইট হাউসের প্রেসসচিব জোশ আর্নেস্ট। সোমবার হাওয়াই দ্বীপ চীনের অংশ বলে দাবি করেছিলেন ওই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপত্র হুয়া চ্যুনিং। তার যুক্তি ছিল হাওয়াই দ্বীপ দক্ষিণ চীন সাগরের অংশ। 

চীনের ওই মন্তব্যের পরিপ্রেক্ষিতে আমেরিকার মত পোষণ করেছেন আর্নেস্ট। হাওয়াই নিয়ে আমেরিকার যুক্তি, "অন্য কোনও দেশ হাওয়াইয়ের মালিকানা দাবি করে না, কিন্তু দক্ষিণ চীন সাগরের দাবিদার কয়েকটি দেশ। দক্ষিণ চীন সাগরের পুরোটাই নিজেদের বলে দাবি করে বেইজিং।"

সূত্র: কলকাতা২৪x৭

বিডি-প্রতিদিন/ ২৪ ফেব্রুয়ারি, ২০১৬/ রশিদা



এই পাতার আরো খবর