ঢাকা, শনিবার, ২৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

কংগ্রেস বাংলাদেশিদের সোনার প্লেট এগিয়ে দিয়েছে: মোদি
অনলাইন ডেস্ক

কংগ্রেস বাংলাদেশি অভিবাসীদের জন্য সোনার প্লেট এগিয়ে দিয়েছে বলে দাবি করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার আসামের লখিমপুর জেলার নারায়ণপুরে এক নির্বাচনী জনসভায় তিনি একথা বলেন। আজ রবিবার আসামের বাংলা পত্রিকা দৈনিক যুগশঙ্খ এ খবরটি প্রকাশ করেছে।

মোদি বলেন, ভারতে নতুন করে অভিবাসী আসা বন্ধ করতে যেমন তার সরকার ব্যবস্থা নিচ্ছে, তেমনি আসামে থাকা অভিবাসীদের নিজের দেশে ফেরত পাঠানোর জন্যও ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

মোদি অভিযোগ করেছেন, আসামের কংগ্রেস সরকার সব সময়ই বাংলাদেশিদের চেয়েছে। তাদেরকে কংগ্রেস নিজের মনে করে। তারা বাংলাদেশিদের জন্য সোনার প্লেট এগিয়ে দিয়েছে, অথচ আদিবাসী মানুষদের যেটুকু ছিল সেটিও কেড়ে নিয়েছে। মোদির মতে, বাংলাদেশি অভিবাসীদের প্রতি কংগ্রেসের অফুরান ভালোবাসা রয়েছে। 

বিডি-প্রতিদিন/২৭ মার্চ, ২০১৬/মাহবুব



এই পাতার আরো খবর