ঢাকা, শনিবার, ২৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

কোহলি নয়, দাউদের বাজি ছিল রোহিতে
অনলাইন ডেস্ক

তিনি মুম্বাইয়ে কেন, দেশেও নেই৷ কিন্তু ভারতের খেলা হলে সব সময় রয়েছেন৷ দাউদ ইব্রাহিম ভারত-পাকিস্তান ম্যাচেও বেটিং করেছিলেন৷ এবার ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচেও বেটিংয়ে টাকা ঢাললেন৷

গোটা দুনিয়ার মিডিয়া থেকে শুরু করে বিশেষজ্ঞ, সবারই আন্দাজ ছিল ভারত-ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপ সেমিফাইনালের ম্যাচে লড়াইটা মূলত হবে গেইল বনাম কোহলি৷ এদিন কোহলি গুরুত্বপূর্ণ ইনিংস খেললেন বটে৷ তবে ভারতীয় দলকে শুরুতেই শক্ত ভিতে দাঁড় করিয়ে দিয়েছিলেন রোহিত শর্মাই৷ ডি কোম্পানির সর্বেসর্বা দাউদও সেরকমই আন্দাজ করেছিলেন আগেভাগেই৷ তাঁর অনুমান ছিল, ভারতের বিরুদ্ধে গেইল তেমন কিছুই করতে পারবেন না৷ তবে রোহিত যে ঝোড়ো ইনিংস খেলবেন, সেটা আগেভাগেই ঘনিষ্ঠমহলে জানিয়েছিলেন ‘ডন'৷ তাই বিরাটে নয়, সেমিফাইনালে রোহিতের উপরই বাজি ধরেছিলেন আন্ডারওয়ার্ল্ড বাদশা৷

আর পাঁচজন ভারতীয় সমর্থকের মতো দাউদও ভারতের উপরই বড় বাজি ধরেছিলেন৷ এমনিতে, ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের আগে বেটিং মার্কেট ছিল রমরমা৷ বেটিংয়ের বাজারে গেইল ও বিরাটের উপরই বড় অঙ্কের বাজি হয়েছিল৷ কিন্তু দুবাইয়ের একটি ওয়েব পোর্টাল জানাচ্ছে, দাউদ সব থেকে বেশি টাকা লাগিয়েছিলেন রোহিতের উপর৷ এমনিতে বিশ্বকাপে রোহিতের এখনও পর্যন্ত ভাল পারফরম্যান্স তেমন নেই৷ এদিন অবশ্য ভারতীয় ওপেনার রান পেলেন৷ ৩১ বলে করলেন ৪৩৷ ফলে রোহিত-ঝড় না হলেও দাউদের অনুমান কিছুটা হলেও সত্যি হল৷   ভারত-পাকিস্তান ম্যাচে বেটিং বাজারে ২৫০০ কোটি টাকার জুয়া খেলা হয়েছিল৷ বৃহস্পতিবার সেই রেকর্ড ভেঙে গেছে। বেটিংয়ে সবমিলিয়ে ৪ হাজার কোটি টাকা উড়ল৷ জানা গেছে, হাইভোল্টেজ ম্যাচ ঘিরে এই বেটিংয়ের মার্কেটে সব থেকে বেশি টাকা লাগিয়েছিলেন দাউদই৷ 

সূত্র: সংবাদ প্রতিদিন

বিডি-প্রতিদিন/০১ এপ্রিল, ২০১৬/মাহবুব



এই পাতার আরো খবর