ঢাকা, শনিবার, ২৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

শুধু প্রতিভা নয়, সাকিবকে নেওয়ার পিছনে কেকেআর-এর অন্য চাল
অনলাইন ডেস্ক

কলকাতা নাইট রাইডার্সে কলকাতার কোনও ক্রিকেটার নেই সবারই জানা। বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান একাই এই দলে বাঙালি ক্রিকেটার। কলকাতা নাইট রাইডার্সের মতোই অ্যাটলেটিকো দ্য কলকাতা নামে একটা ফুটবল দল রয়েছে। সেই দল ইন্ডিয়ান সুপার লিগে খেলে। সেখানেও বিদেশি ফুটবলার রয়েছেন। বিদেশি ফুটবলারের পাশাপাশি বাংলাদেশের মামুনুল ইসলামকেও অ্যাটলেটিকো কলকাতা নিয়েছিল। কিন্তু খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পাননি তিনি। খুব দুঃখ পেয়েছিলেন মামুনুল। খবর এবেলা'র।

সাকিব অবশ্য কেকেআর-এর হয়ে খেলে চলেছেন। কিন্তু একটা কথা মনে রাখা দরকার। কেকেআর বা অ্যাটলেটিকো দ্য কলকাতা কিন্তু প্রতিভার নিরিখেই বাংলাদেশ থেকে খেলোয়াড়কে সই করায়নি। এর পিছনে রয়েছে সম্পূর্ণ অন্য কারণ। সাকিব নিঃসন্দেহে ভালো এবং প্রতিভাবান ক্রিকেটার। এতে কোনও প্রশ্ন নেই। অন্যদিকে, মামুনুলও খুবই ভাল। মামুনুল আগে কলকাতায় খেলে গিয়েছেন শেখ জামালের হয়ে। তখনই নজর কেড়েছিলেন মামুনুল। সাকিব তো বরাবরের পারফরমার। মামুনুল ইসলাম আবার মাঝমাঠের ফুটবলার। পরিশ্রমী খেলোয়াড় তিনি। নিখুঁত নিশানায় বল বাড়ানোর ক্ষমতা রাখেন মামুনুল।

নিজেদের যোগ্যতার নিরিখেই তারা কেকেআর বা এটিকে (অ্যাটলেটিকো দ্য কলকাতা) দলে জায়গা পেলেও সাকিব বা মামুনুলকে বেছে নেওয়ার নেপথ্যে কাজ করছিল সম্পূর্ণ অন্য থিওরি। কেবল প্রতিভা নয়। কেকেআর বা এটিকে চেয়েছিল প্রতিবেশী দেশের সমর্থন। বাংলাদেশের ক্রিকেটার বা ফুটবলারকে দলে নিয়ে যদি সেই দেশের সমর্থন পুরোদস্তুর পাওয়া যায় তাহলে তো ভালই। অবশ্য এটাই স্বাভাবিক ব্যাপার। এখন যেমন গোটা বাংলাদেশ কেকেআর-এর পাশাপাশি হায়দরাবাদেরও খেলা দেখছে, হায়দরাবাদকেও সমর্থন করছে। হায়দরাবাদকে সমর্থন করার কারণ অবশ্যই মুস্তাফিজুর রহমান। বাংলাদেশের পুরো সমর্থন রয়েছে কেকেআর-এর পাশে। ঠিক একই কারণে অ্যাটলেটিকো দ্য কলকাতা সই করিয়েছিল মামুনুলকে। 

বিডি-প্রতিদিন/ ২৬ এপ্রিল, ২০১৬/ রশিদা



এই পাতার আরো খবর