ঢাকা, শনিবার, ২৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

ভারতকে দূষণমুক্ত করবে বোতলবন্দি 'বিশুদ্ধ বাতাস'!
অনলাইন ডেস্ক

পরিবেশ দূষণ নিয়ে বেকায়দায় গোটা বিশ্ব। এবার দূষণ থেকে মুক্তি পেতে ভারতের বাজারে আসছে বোতলবন্দি 'বিশুদ্ধ বাতাস'।  বুকভরে বিশুদ্ধ বাতাস নিতে খরচ করতে হবে সাড়ে ১২ টাকা! কানাডার একটি সংস্থা খুব শিগগিরই এই জিনিস বাজারজাত করতে যাচ্ছে। সংস্থাটি প্রথমে চীনে বোতল ব্যবসা শুরু করেছিল। বেইজিং এবং নয়াদিল্লির দূষণের মাত্রা প্রায় একইরকম। তাই চীনের পরে ভারতে আসার পরিকল্পনা করেছে সংস্থাটি।

চীনে ইতোমধ্যেই বেশ জনপ্রিয়তা লাভ করেছে এই বোতলবন্দি বিশুদ্ধ বাতাস। জানা গেছে, তিন এবং আট লিটারের ক্যানে এই বাতাস পাওয়া যাবে। তিন লিটারের ক্যানের দাম হবে ১,৪৫০ টাকা এবং ৮ লিটারের ক্যানের দাম হবে ২,৮০০ টাকা। গড়ে একবার নিঃশ্বাস নিলে তার দাম পড়বে সাড়ে ১২ টাকার মতো।

 

সূত্র: এবেলা

 

বিডি-প্রতিদিন/ ০২ মে, ২০১৬/ আফরোজ



এই পাতার আরো খবর