ঢাকা, শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

বাংলায় দিদি, তামিলনাড়ুতে আম্মা...
অনলাইন ডেস্ক

পশ্চিমবঙ্গে দিদির প্রত্যাবর্তনের আনন্দের পাশাপাশি তামিলনাড়ুতে আম্মার বিজয় উদযাপনের প্রস্তুতি। প্রবল সরকার বিরোধী হাওয়া, বুথ ফেরত সমীক্ষা সবই বিপক্ষে থাকার পরও শেষ হাসি হাসলেন জয়ললিতা। রাজনীতির ময়দানে আসা যার হাত ধরে সেই এমজিআর-এর মতোই প্রবল পরাক্রমে দ্বিতীয়বার মসনদে ফিরছেন আম্মা। তামিল রাজনীতির ইতিহাসে গত ৩২ বছরের মধ্যে তিনিই প্রথম মুখ্যমন্ত্রী যিনি দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রীর পদে ফিরছেন।

তামিলনাড়ুর রাজনীতির ট্রেন্ডই হল প্রত্যেক পাঁচবারে এখানে সরকার বদল হয়। এবারও প্রত্যেক বুথ ফেরত সমীক্ষায় আম্মা যে মসনদে ফিরবেন না সেই অনুমানই করেছিলেন সবাই। একমাত্র এক্সিট পোলে সি-ভোটার অনুমান করেছিল ১৩৯টি আসনে জিতবে এআইএডিএমকে। সেই সমীক্ষাকে সত্য প্রমাণ করে তামিল রাজনীতির ট্রেন্ডকে উল্টে দিয়ে দ্বিতীয়বার মুখ্যমন্ত্রীর পদে জে জয়ললিতার শপথ নেওয়া এখন শুধু সময়ের অপেক্ষা।

সকাল ১১টা পর্যন্ত ২৩৪টি আসনের মধ্যে ১৪০টি আসন একক ভাবে দখল করেছে জয়ললিতার এআইএডিএমকে। ৮০টি আসনে জয় লাভ করেছে ডিএমকে-কংগ্রেস জোট। একেবারে ধুয়ে মুছে গেছে বিজয়কান্ত, অম্বুমণি রামাডস এবং ভাইকোর তৃতীয় পার্টির জোট। এই জয়ের মাধ্যমে তামিল রাজনীতিতে করুণানীধিকে একেবারে অপ্রাসঙ্গিক করে দিলেন জয়ললিতা। ‘কলাইনর’ করুণানিধী নিজে জিতলেও খুবই খারাপ অবস্থা তাঁর দল ডিএমকে'র। রাজ্যের পশ্চিমপ্রান্তে যেখানে এআইএডিএমকে খুবই শক্তিশালী সেখানে ৫৭টি আসনের মধ্যে ৪১টি আসনে জিতেছে আম্মার দল। দক্ষিণ তামিলনাড়ু এবং কাবেরী ব-দ্বীপ অঞ্চলে এআইএডিএমকে জিতেছে ৩৫ এবং ২২টি আসনে। করুণানিধীর দলের শক্ত ঘাঁটি উত্তর তামিলনাড়ুতেও সমানে সমানে টক্কর দিয়েছে জয়ললিতার দল। ৭৮টি আসনের মধ্যে সেখানে ৩৭টি আসনে এগিয়ে রয়েছে এআইএডিএমকে। 

দেশের দুই প্রান্তে যেমন দেখা যাচ্ছে দুই নারীই মসনদে ফিরছেন তেমনই অাসামে ধুয়ে মুছে সাফ হয়ে গেল কংগ্রেস। প্রথম বার উত্তর-পূর্বের কোন রাজ্যে দাঁত ফোটাতে সক্ষম হল গেরুয়া শিবির। 

সূত্র: সংবাদ প্রতিদিন

বিডি-প্রতিদিন/ ১৯ মে, ২০১৬/ আফরোজ



এই পাতার আরো খবর