ঢাকা, শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ ট্রেন সফর বাংলাদেশে
অনলাইন ডেস্ক

বাংলাদেশে বিশ্ব ইজতেমায় ট্রেন সফরের চিত্র তুলে ধরে এটাকে বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ ট্রেন সফর হিসাবে দাবি করেছে ভারতীয় গণমাধ্যম। ভারতের জি ২৪ নামের গণমাধ্যমটি ভিডিওসহ এক প্রতিবেদনে উল্লেখ করেছে,  'এটাই নাকি দুনিয়ার সবচেয়ে বিপজ্জনক রেল সফর। ট্রেনের মাথার ওপর চড়ে হাজারো মানুষ সামিল হয় এক ধর্মীয় সমাবেশে। ট্রেন আসার ঠিক আগেও লাইনের বসে থাকে বহু মানুষ। বাংলাদেশে 'বিশ্ব ইজতেমা'র সময় দেখা যায় এই দৃশ্য।'

'বাংলাদেশের টঙ্গীর তুরাগ নদীর তীরে অনুষ্ঠিত এই ইজতেমায় সামিল হন রেকর্ড সংখ্যাক মুসলিম ধর্মপ্রাণ মানুষ। হজ, কারবালার পর বাংলাদেশের বিশ্ব ইজতেমা হল তৃতীয় বৃহত্তম মুসলিম সম্মেলন। এই ধর্মসভায় যোগ দিতে গত বছর ৬০ লক্ষ মানুষের জমায়েত হয়েছিল। এই বিশ্ব ইজতেমার শেষ দিনে পরিবহণ ব্যবস্থার অপ্রতুলতার জন্যই এই সময়ই ট্রেনে এমন ছবি দেখা যায়।'

বিডি প্রতিদিন/ ২৪ মে ২০১৬/ হিমেল-২১



এই পাতার আরো খবর