ঢাকা, শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

স্প্যানিশ তরুণীর অন্য রকম জয়
অনলাইন ডেস্ক

২৩ বছর বয়সী স্প্যানিশ তরুণী তাকওয়া রাজীব কয়েকদিন আগে নিজ দেশের একটি ট্রেনিং ইন্সটিটিউট থেকে বহিস্কৃত হন। তার অপরাধ মাথা ঢেকে ক্লাসে আসা। পরে এ নিয়ে তর্ক শুরু হয়। হিজাব করা যাবে না- এমন আইন স্পেনে নেই। তাই রাজীবের পক্ষে দাঁড়িয়ে যান অনেক মানুষ। 

স্পেনের তৃতীয় বৃহত্তর শহর ভ্যালেন্সিয়ার তরুণী রাজীবের ওপর থেকে অবশেষে গতকাল মঙ্গলবার নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। 

নিষেধাজ্ঞা প্রত্যাহারের খবর শুনে রাজীব বলেন, আমি সার্কাসের শিল্পী নই, আমি অন্য সবার মতোই একজন শিক্ষার্থী। এখন আমার অনেক খুশি লাগছে। কারণ আমি শুধু নিজের অধিকারের চর্চাই করতে চেয়েছি।     ভ্যালেন্সিয়ার বেনলিওর প্রশিক্ষণ ইন্সটিটিউট কর্তৃপক্ষ গত ৮ সেপ্টেম্বর রাজীবকে পাঠদানের সুযোগ দিতে অস্বীকৃতি জানায়। এরপরপরই বর্ণবাদবিরোধী এক সংস্থা বিষয়টিকে আলোচনায় নিয়ে আসে। সূত্র : আরব নিউজ

 

বিডি প্রতিদিন/২১ সেপ্টেম্বর, ২০১৬/ফারজানা



এই পাতার আরো খবর