ঢাকা, শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

আওয়ামী সম্মেলনে ঝকমকে বাংলাদেশ
অনলাইন ডেস্ক

শাসক দল আওয়ামী লীগের ২০তম সম্মেলন উপলক্ষে রাজধানী ঢাকা এখন উৎসবের নগরে পরিণত হয়েছে। আজ থেকে দু’দিনের এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে ঢাকার সোহরাওয়ার্দি উদ্যানের বিশাল চত্বরে। ১১টি দেশের ৫৫ জন অতিথি সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন। খবর আনন্দবাজার পত্রিকার।

খবরে বলা হয়, গতকাল শুক্রবার সকালে ঢাকায় পৌঁছেছেন কংগ্রেসের দুই প্রতিনিধি প্রদীপ ভট্টাচার্য ও অভিজিৎ মুখোপাধ্যায়। রাতে আসেন গোলাম নবি আজাদ ও মৌসম নুর। বিজেপি প্রতিনিধিদের মধ্যে নজর কাড়ছেন রূপা গঙ্গোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসের পক্ষে এসেছেন পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এসেছেন ত্রিপুরা বিজেপির সভাপতি বিপ্লব কুমার দেব, অসম গণপরিষদের প্রফুল্লকুমার মহন্ত। চীন থেকে এসেছেন বড়সড় একটি প্রতিনিধি দল।

রঙ-বেরঙের কাপড় দিয়ে সাজানো হয়েছে পুরো সম্মেলনস্থল। সম্মেলন উপলক্ষে ঢাকার সব ক’টি প্রধান রাস্তা, এমন কি অলি-গলিও সাজানো হয়েছে। রঙ-বেরঙের আলোকসজ্জায় ঝলমল করছে ঢাকা। 

 

বিডি প্রতিদিন/২২ অক্টোবর ২০১৬/হিমেল



এই পাতার আরো খবর