ঢাকা, শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

'মহাকাশ থেকে দেখেছি ভারতের ভয়াবহ দূষণের ছবি'
অনলাইন ডেস্ক

মহাকাশ থেকে ভারতের দূষণের ছবিটা দেখে চমকে উঠতে হয় বলে জানিয়েছেন মার্কিন মহাকাশচারী স্কট কেলি। বছরের বেশিরভাগ সময়ই মহাকাশ থেকে ভারতের কোন শহর দেখা যায় না বলে জানিয়েছেন তিনি। তবে শুধু ভারত নয়, এই তালিকায় রয়েছে বিশ্বের সর্বাধিক জনসংখ্যার দেশ চীনও। খবর এই সময়ের।

মহাকাশে গোটা একটা বছর কাটিয়েছেন স্কট কেলি। বছরের বিভিন্ন সময় মহকাশ থেকে পৃথিবীর কোন দেশকে কী রকম দেখতে লাগে, তা দেখার সুযোগ হয়েছে তার। নিজের সেই অভিজ্ঞতার কথাই হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার কাছে শুক্রবার তুলে ধরেন তিনি। মহাকাশের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে তিনি সবার আগে তুলে ধরেন পরিবেশ দূষণের প্রসঙ্গ। এ বিষয়ে ভারত ও চীনের ছবি রীতিমত আতঙ্কজনক বলে জানিয়েছেন কেলি।

প্রায় সারা বছর এই দুই দেশের অধিকাংশ শহরকে যেভাবে মোটা দূষণের পর্দা ঘিরে রাখে, তা যথেষ্ট উগ্বেগজনক বলে জানিয়েছেন তিনি।

পরিবেশকে কীভাবে আমরা ধ্বংস করে যাচ্ছি, সে কথা এদিন উল্লেখ করেন স্কট কেলি। স্কট কেলিকে মার্কিন হিরো হিসেবে আখ্যা দেন বারাক ওবামা। আমেরিকার পরবর্তী লক্ষ্য মঙ্গল গ্রহে মানুষ পাঠানো বলে জানিয়েছেন তিনি।

বিডি-প্রতিদিন/২৩ অক্টোবর, ২০১৬/মাহবুব

 



এই পাতার আরো খবর