ঢাকা, বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

'পাকিস্তানের পরমাণু শক্তি ঠেকাতে সবরকম চেষ্টা করছে যুক্তরাষ্ট্র'
অনলাইন ডেস্ক

ক্রমশই উত্তপ্ত হয়ে উঠছে পাকিস্তান-যুক্তরাষ্ট্র সম্পর্ক। আর তারই জের ধরে পাকিস্তানের একটি পত্রিকা দাবি করেছে, পাকিস্তানের পরমাণু শক্তি ঠেকাতে সবরকম চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। এছাড়া ভারতই এতে সবচেয়ে বেশি লাভবান হবে বলেও সংবাদপত্রে উল্লেখ করা হয়।

শনিবার ‘নিউক্লিয়ার ইন্টারফেয়ারেন্স’ শিরোনামে একটি সম্পাদকীয় প্রকাশিত হয়েছে। সেখানে এ বিষয়ে বলা হয়েছে ‘ভুল তথ্য দিয়ে পাকিস্তান সম্পর্কে বিভ্রান্ত করা হচ্ছে। আমরা এখনও ভারতের অনেক পিছনে আছি। পাকিস্তানের সেই ক্ষমতাকে আটকাতেও উঠে পড়ে লেগেছে আমেরিকা। আর এই খবরে খুশি ভারতের মিডিয়া। আর আমেরিকার এই উদ্যোগে সবার আগে লাভবান হবে ভারত।’

পাকিস্তানের আরও দাবি, এইভাবে চলতে থাকলে পাকিস্তানকেও ইরান বানিয়ে রেখে দেবে যুক্তরাষ্ট্র। তবে পাকিস্তান কখনও এমন কোনো চুক্তি মেনে নেবে না বলেই উল্লেখ করা হয়েছে। 

বিডি প্রতিদিন/০৭ জানুয়ারি, ২০১৮/ওয়াসিফ



এই পাতার আরো খবর