ঢাকা, বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

সৌদিতে প্রথম রোজা হতে পারে বৃহস্পতিবার: স্কলার পরিষদ
অনলাইন ডেস্ক

সৌদি আরবের জ্যেষ্ঠ স্কলার পরিষদের অন্যতম সদস্য শেখ আব্দুল্লাহ আল-মনি মনে করেন, বৃহস্পতিবার (১৭ মে) পবিত্র রমজান মাসের প্রথম দিন হবে।

তিনি বলেন, "মঙ্গলবার রাতে যদি চাঁদ দেখা না যায় তাহলে বুধবার (১৬ মে) শবান মাসের ৩০তম ও শেষ দিন হবে। অর্থাৎ, বুধবার দিবাগত রাতে খেলে সৌদি আরবে বৃহস্পতিবার হবে প্রথম রোজা।"

তিনি আরও বলেন, মঙ্গলবার (১৫ মে) চাঁদ দেখা উচিত, যা শাবান ২৯তম দিন। জ্যোতির্বিদ্যাগত হিসাব অনুযায়ী শাবান মাস সাধারণত ২৯ দিনের হয়।

মঙ্গলবার রমজানের চাঁদ দেখার জন্য সকলকে আহ্বান জানান মনি।

সূত্র: সৌদি গেজেট

বিডি প্রতিদিন/ ১০ মে ২০১৮/ওয়াসিফ



এই পাতার আরো খবর