ঢাকা, বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

ইউক্রেনে বিখ্যাত রুশ সাংবাদিককে গুলি করে হত্যা
অনলাইন ডেস্ক

ইউক্রেনের রাজধানী কিয়েভে বিখ্যাত রুশ সাংবাদিক আরকাদি বাবচেনকোকে গুলি করে হত্যা করা হয়েছে। মঙ্গলবার ইউক্রেনের সংশ্লিষ্ট কর্তকর্তারা এ তথ্য জানিয়েছেন।

আরকাদি বাবচেনকো সিরিয়া ও ইউক্রেনে রুশ নীতির কড়া সমালোচক ছিলেন। ইউক্রেনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইউক্রিনফর্ম জানায়, নিজ বাড়িতেই পেছন থেকে গুলি করা হয় ৪১ বছর বয়সী সেই সাংবাদিককে। তার বন্ধু ও ইউক্রেনের টিভি চ্যানেল এটিআর এর ডেপুটি জেনারেল আইদের মুঝদাবায়েভ বলেন, অ্যাম্বুলেন্সেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

এ ঘটনায় ইউক্রেনকে দোষারোপ করে রুশ পররাষ্ট্রমন্ত্রণালয় জানায়, 'ইউক্রেনে মিডিয়া কর্মীদের ওপর শারিরীক সহিংসতা ও খুনের সংখ্যা ক্রমাগত হারে বাড়ছে। তদন্ত করেও দোষীদের শাস্তি দেয়া হয় না।' সূত্র: সিএনএন

বিডি প্রতিদিন/ফারজানা



এই পাতার আরো খবর