ঢাকা, বুধবার, ২৪ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

কিশোর-কিশোরীদের আসক্তি ঠেকাতে মধ্যরাতে ইন্টারনেট বন্ধ মালয়েশিয়ায়
অনলাইন ডেস্ক

সামাজিক মাধ্যম এবং অনলাইন ভিডিওর প্রতি আসক্তি দূর করতে রাতভর ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার কথা চিন্তা করছে মালয়েশিয়ার সরকার। পরিকল্পনা অনুযায়ী, প্রতিদিন রাত ১২টা থেকে পরদিন ভোর ৬টা পর্যন্ত ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে।

মালয়েশিয়ার উপ-স্বাস্থ্যমন্ত্রী লি বুন চে কিশোর-কিশোরীদের এই ইন্টারনেট আসক্তির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। 

তিনি জানান, কিশোর-কিশোরীদের ওই আসক্তি থেকে দূরে রাখতেই মধ্যরাত থেকে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার পরিকল্পনা করা হচ্ছে।

লি বুন চে বলেন, মূলত ১৭ বছরের কম বয়সী ছেলে-মেয়েদের স্বাস্থ্যের কথা ভেবেই এই পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। সূত্র: টাইমসনাউনিউজ

বিডি প্রতিদিন/১৪ আগস্ট ২০১৮/আরাফাত



এই পাতার আরো খবর