ঢাকা, বুধবার, ২৪ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

লাইভ অনুষ্ঠানে 'ভিক্ষা করছেন' পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান! (ভিডিও)
অনলাইন ডেস্ক

দীর্ঘ কয়েক বছর ধরেই পাকিস্তানের অর্থনীতি বেহাল অবস্থায়। ক্ষমতায় আসার পর আন্তর্জাতিক অর্থ তহবিল থেকে ঋণের মাধ্যমে সেটা কাটিয়ে উঠার চেষ্টা করছেন দেশটির নতুন প্রধানমন্ত্রী ইমরান খান। আর এবার টিভি চ্যানেলে লাইভ অনুষ্ঠানে ভিক্ষা চাইলেন তিনি! এমনটাই বলছে পাকিস্তানি একটি টিভি চ্যানেল!

জি নিউজের খবর, বেইজিং থেকে তখন বক্তব্য রাখছিলেন ইমরান খান, পাকিস্তান টেলিভিশন কর্পোরেশন বা পিটিভির স্ক্রিনে ডেটলাইনে ভেসে উঠল 'ভিক্ষা'। তাৎপর্যপূর্ণভাবে চীনে আর্থিক সহযোগিতা চাইতে গিয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। 

চীন থেকে পিটিভি-র সেই অংশটির সম্প্রচার ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বেইজিংয়ে সেন্ট্রাল পার্টি স্কুলে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন ইমরান। সেই বক্তব্যটি সরাসরি সম্প্রচার করছিল পিটিভি। তখনই স্থানের জায়গায় বেইজিংয়ের বদলে লেখা যাচ্ছিল 'Begging' অর্থাৎ 'ভিক্ষা'।

অনেকেরই প্রশ্ন, বিষয়টি কি ইচ্ছাকৃতভাবেই করা হয়েছিল? কারণ, বেইজিংয়ে গিয়ে তো আর্থিক সহযোগিতাই চেয়ে এসেছেন ইমরান খান। পিটিভি-র দাবি, লেখার ভুলে ২০ সেকেন্ড ওই শব্দটি স্ক্রিনে দেখা গিয়েছিল। এজন্য তারা দুঃখিত। জড়িত কর্মীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে। 

বিডি-প্রতিদিন/০৬ নভেম্বর, ২০১৮/মাহবুব



এই পাতার আরো খবর