ঢাকা, বুধবার, ২৪ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

সংযুক্ত আরব আমিরাতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে ছুটি সমান
অনলাইন ডেস্ক

সংযুক্ত আরব আমিরাত ২০১৯-২০ সালের জন্য ছুটির ঘোষণা দিয়েছে। এতে দেখা গেছে, সরকারি ও বেসরকারি দুই ধরনের প্রতিষ্ঠানেই ১৪ দিন করে ছুটির বিধান রাখা হয়েছে।

এ সংক্রান্ত ঘোষণা দিয়ে দেশটির সরকার জানিয়েছে, সরকারি ও বেসরকারি ক্ষেত্রে ছুটির বিষয়ে সমতার বিষয়টি নাগরিক ও এখানে বসবাসকারীদের অবকাশযাপনের পরিকল্পনায় সুবিধা দেবে। সরকারি ছুটির সঙ্গে সমন্বয় করার মাধ্যমে সমাজের সব ক্ষেত্রে বন্ধন দৃঢ় করতেও ভূমিকা রাখবে।

সংযুক্ত আরব আমিরাতের সরকার আরও জানিয়েছে, এ বিধান সরকারি ও বেসরকারি দুই ক্ষেত্রেই ভারসাম্য আনয়নের মাধ্যমে বিভিন্নভাবে জাতীয় অর্থনীতিতে অবদান রাখবে। এছাড়া বেসরকারি প্রতিষ্ঠানে চাকরিতে আমিরাতিদের মধ্যে আগ্রহ বাড়বে।

সংযুক্ত আরব আমিরাতে ছুটি দিনগুলোর মধ্যে রয়েছে ঈদুল ফিতর, আরাফার দিন, ঈদুল আজহা, হিজরি নববর্ষ, শহীদ দিবস ও জাতীয় দিবস।

সূত্র: খালিজ টাইমস

বিডি প্রতিদিন/ফারজানা



এই পাতার আরো খবর