ঢাকা, বুধবার, ২৪ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

'শামীমাকে নাগরিক হিসেবে গ্রহণ করা বাংলাদেশের প্রধান দায়িত্ব'
অনলাইন ডেস্ক

বিশ্বব্যাপী লাখ লাখ আহমাদি মুসলিমের প্রতিনিধিত্বকারী খলিফা মির্জা মাসরুর আহমদ জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এর জিহাদি বধূ হিসেবে খ্যাত শামিমা বেগমকে নিয়ে কথা বলেছেন।

খলিফা মির্জা মাসরুর আহমদ বলেন, শামীমা নিজেকে মুসলিম দাবি করেছে তাই একটি মুসলিম দেশের উচিত তার প্রতি সহানুভূতি দেখানো। ব্রিটিশ সরকার তার নাগরিকত্ব কেড়ে নিয়েছে। এক্ষেত্রে অন্য দেশের উচিত তাকে গ্রহণ করা, যে কোনো মুসলিম দেশ। যেহেতু তার বাবা-মা বাংলাদেশ থেকে এসেছে তাই শামীমাকে নাগরিক হিসেবে গ্রহণ করা বাংলাদেশের প্রধান দায়িত্ব।

 খলিফা মির্জা মাসরুর আহমদ

দক্ষিণ পশ্চিম লন্ডনের মর্ডেন এলাকায় বাইতুল ফুতুহ মসজিদে ১৬তম বার্ষিক শান্তি সম্মেলনে আলোচনা করার সময় তিনি এসব কথা বলেন।

শামীমা সম্প্রতি একটি সন্তানের জন্ম দেন যেটি ১৮ দিন পরে মারা যায়। তবে এ জন্য ব্রিটিশ সরকারকে দায়ী করতে রাজি নন খলিফা মির্জা মাসরুর আহমদ।

শামিমা বেগম

২০১৫ সালের ফেব্রুয়ারি মাসে ইসলামিক স্টেটে যোগ দিতে পূর্ব লন্ডনের নিজ বাড়ি থেকে সিরিয়ায় চলে যান শামীমা। ওই সময় তার বয়স ছিল মাত্র ১৫ বছর।  সূত্র: ডেইলি মেইল

বিডি প্রতিদিন/ফারজানা 



এই পাতার আরো খবর