ঢাকা, বুধবার, ২৪ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

বিবিসির সাংবাদিককে বহিষ্কার করে পাল্টা জবাব রাশিয়ার
অনলাইন ডেস্ক
সারাহ রেইনসফোর্ড

মস্কোতে দায়িত্বপালনরত ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির সাংবাদিক সারাহ রেইনসফোর্ডের ভিসার মেয়াদ নবায়ন করেনি রাশিয়া। ফলে তাকে এখন রাশিয়া ছাড়তে হবে। তাকে আর রাশিয়ায় না আসারও নির্দেশ দেওয়া হয়েছে।

রাশিয়ার দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন সারাহ করেছেন। সেখানে আর থাকতে পারবেন না জেনে ব্যথিত হয়েছেন সারাহ। তিনি বলেছেন, আমাকে বলা হয়েছে আর কখনই আমি রাাশিয়ায় আসতে পারবো না। সত্য কথা বলতে এটা আমার জন্য খুবই বেদনাদায়ক  ও দুঃখজনক। জীবনের বড় একটা সময় আমি রাশিয়াকে আরও ভালোভাবে উপলব্ধির পেছনে ব্যয় করেছি। এটা শুধুই আমার জন্য একটা কর্মস্থল ছিল না। 

রাশিয়ার সরকারি টিভি চ্যানেল রাশিয়া ২৪ বৃহস্পতিবার জানিয়েছে, সারাহর ভিসা নবায়ন করা হবে না। ফলে তাকে এখন রাশিয়া ত্যাগ হবে। টিভি চ্যানেলটির একজন উপস্থাপক জানান, ব্রিটেনে রাশিয়ার সাংবাদিকদের ভিসা দেওয়া হচ্ছে না এবং ভিসা নবায়ন করা হচ্ছে না। এটা তারই জবাব।

এদিকে বিবিসি রাশিয়ার এমন আচরণকে গণমাধ্যমের স্বাধীনতায় সরাসরি আক্রমণ বলে অভিহিত করেছে।  

সূত্র : সিএনএন 

 

বিডি প্রতিদিন/ফারজানা



এই পাতার আরো খবর