ঢাকা, রবিবার, ২৮ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

৩৫ বক পেল মুক্ত জীবন
নাটোর প্রতিনিধি সিংড়ায় নতুন করে
ফাইল ছবি

মুক্ত জীবন পেল ৩৫টি বক পাখি। এসময় পরিবেশ কর্মীদের উপস্থিতি টের পেয়ে তিন পাখি শিকারি পালিয়ে যান। 

সিংড়া উপজেলার বলিয়াবাড়ি বিলের ধান খেতে পাখি ধরার তিনটি ফাঁদ থেকে গতকাল বৃহস্পতিবার (৭ অক্টোবর) পাখিগুলো উদ্ধার করেন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সদস্যরা। পরে উপজেলা প্রশাসনিক ভবনের সামনে অবমুক্ত করা হয়। ধংস করা হয় ফাঁদ। 

পাখি অবমুক্তকালে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শফিকুল ইসলাম, ইউএনও এমএম সামিরুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার জামিল আকতার, ভাইস চেয়ারম্যান কামরুল হাসান, চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সভাপতি অধ্যাপক আখতারুজ্জামান প্রমুখ। এসময় বক্তারা চলনবিলে পাখি শিকার বন্ধে আরও বেশি সচেতনতা সৃষ্টির তাগিদ দেন।

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত



এই পাতার আরো খবর