ঢাকা, শনিবার, ২৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

মাগুরায় বারি সরিষা-৪ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত
মাগুরা প্রতিনিধি

মাগুরা সদরের টিলা গ্রামে বৃহস্পতিবার বিকালে বারি সরিষা-৪ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। 

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক ড. হায়াত মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ হৃদয়েশ্বর দত্ত।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা কৃষিবিদ ড. মুহাম্মদ মোশারফ হোসেন, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ মোশারফ হোসেন, জেলা তেল বীজ জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের কর্মকর্তা হীরক কুমার সরকার। স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন কবির। 

বক্তারা জানান, প্রতি বছর দেশে ২৮ হাজার কোটি টাকার ভোজ্য তৈল আমদানি করতে হয়। এই ঘাটতি মেটাতে আধুনিক প্রযুক্তিতে উন্নত জাতের তৈল জাতীয় ফসলের উৎপাদনের বিকল্প নেই। 

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন



এই পাতার আরো খবর