ঢাকা, শনিবার, ২৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

স্ট্রবেরি ভুট্টার চাষ সিরাজগঞ্জের চরাঞ্চলে
সিরাজগঞ্জ প্রতিনিধি
স্ট্রবেরি ভুট্টার চাষ সিরাজগঞ্জের চরাঞ্চলে।

বাংলাদেশে প্রথমবারের মত স্ট্রবেরি ভুট্টার চাষ করা হচ্ছে সিরাজগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলে। কাজী সিডস’র ব্যবস্থাপনায় সদর উপজেলার কাওয়াকোলা ইউনিয়নের ভুতমা চরে এ স্ট্রবেরি চাষ করা হচ্ছে। প্রথমবারের মতো চাষ করা হলেও ফলন মোটামুটি ভাল হয়েছে।

নতুন জাতের উচ্চ প্রোটিন সমৃদ্ধ স্ট্রবেরি চাষ অনেক লাভজনক হবে বলে মনে করছেন কৃষকরা। নতুন জাতের ভুট্টার তোড়া সাইজ হয়েছে ৬ থেকে ৮ ইঞ্চি। দেখতে লাল টকটকে। দেশের প্রচলিত অন্য জাতের ভুট্টার চাইতে এটি ৩০ দিন আগে ফসল ঘরে তোলা যায়। নানা রোগ প্রতিরোধ ক্ষমতা রয়েছে স্ট্রবেরি ভুট্টার।

কাজী সিডস’র ব্যবস্থাপনা পরিচালক কাজী সোহেল রানা জানান, প্রথমবারের মতো পরীক্ষামূলক চাষ শুরু করা হয়েছে। উৎপাদন ভাল হয়েছে। নতুন জাতের এ ফসল স্বাস্থ্যের জন্য পর্যাপ্ত উপকারিতা রয়েছে। সরকার এ ফসল চাষ সম্প্রসারণের উদ্যোগ নিলে কৃষকরাও উপকৃত হবে।

বিডি প্রতিদিন/এমআই



এই পাতার আরো খবর