ঢাকা, শনিবার, ২৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

জয়পুরহাটে ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা
জয়পুরহাট প্রতিনিধি

“কৃষি কাজের প্রযুক্তি, ক্ষেতলাল উপজেলার সমৃদ্ধি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের ক্ষেতলালে ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা শুরু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা চত্ত্বরে এ মেলার উদ্বোধন করেন ক্ষেতলাল উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তাকিম মন্ডল। 

মেলা উপলক্ষে উপজেলা চত্ত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মেলা মঞ্চে এসে উদ্বোধনী সভায় মিলিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ইশতিয়াক আহমেদ এর সভাপতিত্বে ওই সভায় বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহারুল ইসলাম বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান নুরুনরাহার গুন্নাহ, উপজেলা কৃষি অফিসার জাহিদুর রহমান, অফিসার ইনচার্জ রওশন ইয়াজদানী, বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন, আজাহার আলী মন্ডল, এসএম শওকত প্রমুখ। 

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে, আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের সহায়তায় মেলায় ১০ টি স্টলে আধুনিক প্রযুক্তির নানান দিক প্রদর্শিত হয়েছে।

বিডি প্রতিদিন/হিমেল



এই পাতার আরো খবর