ঢাকা, শনিবার, ২৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

ফুলপুর কৃষিতে যুক্ত হচ্ছে পলিনেট হাউজ
ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের ফুলপুর কৃষিতে যুক্ত হচ্ছে পলিনেট হাউজ। হাউজটি নির্মাণ কাজ সম্পন্ন হলে এ এলাকায় কৃষিতে ঘটবে উন্নয়ন বিপ্লব। 

জানা যায়, বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় উপজেলার সিংহেশ্বর ইউনিয়নের মোকামিয়া গ্রামে কৃষক দিদার আলী লাল মিয়ার জমিতে আধুনিক প্রযুক্তি সম্পন্ন পলিনেট হাউজ নির্মাণ করা হচ্ছে। এ অঞ্চলে এটাই প্রথম কোন পলিনেট হাউজ।  চলতি বছর ফেব্রুয়ারিতে ওই হাউজ নির্মাণ শুরু হয়। ইতোমধ্যে এর গঠন কাঠামো সম্পন্ন হয়েছে। 

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে আগামী মে মাসে এর নির্মাণ কাজ সম্পন্ন হবে। নির্মাণ কাজ সম্পন্ন হলে এ বছরই কৃষকরা পলিনেট হাউজে তাদের চাষাবাদ শুরু করতে পারবেন।  পলিনেট হাউজের মাধ্যমে প্রকল্প এলাকায় ফসলের আধুনিক কৃষি প্রযুক্তির প্রয়োগ, নতুন ফসল অন্তর্ভুক্তকরণ, উচ্চ মূল্যের ফসল হিসেবে লেটুসপাতা, কারি পাতা, ক্যাপসিকাম, টমেটো, স্ট্রবেরী, মেলন, জারবেরা, গ্লাডিওলাস ও রজনীগন্ধা চাষসহ বিভিন্ন প্রকার ফসল স্বল্প খরচে চাষ করা যাবে। 

জলবায়ুর ঝুঁকি এড়াতে সক্ষম লাগসই কৃষি প্রযুক্তি গ্রহণের মাধ্যমে শস্যের নিবিড়তা বাড়ানোর পাশাপাশি এসব ফসলের উৎপাদন বাড়াতে প্রকল্পটি গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে জানান ফুলপুর উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন। উপ প্রকল্প পরিচালক মো. মোস্তফা কামাল শেরপুরের ৩০ জন আগ্রহী কৃষক নিয়ে এ পলিনেট হাউজটি পরিদর্শন করেছেন। এসময় ফুলপুর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কামরুল হাসান কামু উপস্থিত ছিলেন। 

প্রকল্প পরিচালক মো. জিয়াউর রহমান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, প্রতিকূল আবহাওয়ার কারণে অনেক সময় উচ্চমূল্যের ফসলের ক্ষতি হয়। কিন্তু পলিনেট হাউজে অটোমেটেড সিস্টেমের মাধ্যমে অনুকূল আবহাওয়া বজায় রাখা সম্ভব হবে। এছাড়া নিরাপদ ফসল উৎপাদনের জন্য  বর্তমান সরকারের যে  লক্ষ্য রয়েছে তা এই নেট হাউজের মাধ্যমে সম্ভব। এ হাউজটির নির্মাণ কাজ সম্পন্ন হলে ফুলপুর কৃষিতে ঘটবে উন্নয়ন বিপ্লব।  

বিডি প্রতিদিন/হিমেল



এই পাতার আরো খবর