ঢাকা, শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

গলাচিপায় দিনভর বৃষ্টিতে ক্ষতির আশংকায় কৃষক
গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর গলাচিপায় ঘূর্ণিঝড় অশনির প্রভাবে দিনভর বৃষ্টির ফলে ফসলের ব্যাপক ক্ষতির আশংকায় কৃষকরা। সোমবার সকাল (৯ মে) থেকেই বৃষ্টি হচ্ছে। আগামী পাঁচ দিন পর্যন্ত বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে পটুয়াখালী আবহাওয়া অফিস। রবিবার (৮ মে) সারা দিন ভ্যাপসা গরম থাকলেও সোমবার (৯ মে) হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হওয়ায় ব্যাপক চিন্তার মধ্যে আছেন কৃষকরা। এতে কৃষকরা রবি ফসলের ব্যাপক ক্ষতির আশংকা করছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার বিভিন্ন ইউনিয়নের ফসলের মাঠগুলোতে মুগডাল, আলু, মরিচ, চীনাবাদাম ও বোরো ধান রয়েছে। এর মধ্যে শতকরা ৮০ ভাগ ধান কাটার উপযোগী হয়েছে বলে জানিয়েছে উপজেলা কৃষি বিভাগ।

রতনদী তালতলী ইউনিয়নের উলানিয়া চৌদ্দকানি গ্রামের কৃষক মো. আমির হোসেন জানান, এবছর দশ শতক জমিতে তিনি চীনাবাদাম আবাদ করেছেন। সকাল থেকে বৃষ্টি শুরু হওয়ায় সব শেষ হয়ে যাবে মনে হচ্ছে। তবে বৃষ্টি বাড়লে ক্ষতির পরিমাণ আরও বেড়ে যাবে। এছাড়া পানি বাড়তে থাকায় বিভিন্ন পুকুর ও মাছের ঘের তলিয়ে যাওয়ার আশংকা করা হচ্ছে। এতে ব্যাপক ক্ষতি হবে বলে জানা যায়। ফলে মৎস্য চাষিরা আরও ঋণী হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

বিডি প্রতিদিন/হিমেল



এই পাতার আরো খবর