ঢাকা, শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

মৌমাছি রক্ষার্থে মানিকগঞ্জে মৌয়ালীরা
মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জে অসময়ে মৌয়ালীরা আসতে শুরু করেছে। এখনো সরিষার ফুল আসেনি তারপরও বাগেরহাট থেকে এসেছেন মৌয়ালীরা। প্রতি বছরের মতো এবারো সদর উপজেলার মুলজানে মৌমাছির বাক্স সাজিয়ে বসেছেন মৌ খামারের লোকজন। সরেজমিনে দেখা যায় কার্যক্রম না থাকায় শুধু বাক্সগুলি বসিয়ে রাখা হয়েছে। অনেক বাক্স এখনো খোলাই হয়নি। লোকজন অলস সময় পার করছেন।

খামারিরা বলেন, সরিষা থেকে ফুল না আসা পর্যন্ত কাজ নেই বললেই চলে। ভরা মৌসুমে আবার কাজের চাপে খাওয়ার সময় পাই না।

খামারের দায়িত্বে থাকা টুটুল শেখ বলেন, মৌমাছি রক্ষা করতেই মূলত এতো আগাম আসা। আমাদের এলাকায় সুইচুরা পাখি মৌমাছির খুব ক্ষতি করছে। এ ছাড়া মৌমাছির খাবারের খুব অভাব। তাই সরিষা রোপণের আগেই চলে এসেছি মানিকগঞ্জে। এর মধ্যে খাবারের অভাবে এবং সুইচুরা পাখির কারণে অনেক মৌমাছি মারা গেছে।

তিনি আরও বলেন, সরিষা থেকে মধু পেতে এখানে এক থেকে দেড় মাস অপেক্ষা করতে হবে। আপাতত চিনি খাইয়ে মৌমাছি টিকিয়ে রাখা হচ্ছে। আমাদের খামারে ৮০টি মৌমাছির বাক্স রয়েছে। এখনো সব বাক্স বসানো হয়নি। সরিষার মধু শেষ হলে অন্যত্র চলে যাবো।

বিডি প্রতিদিন/ফারজানা



এই পাতার আরো খবর