ঢাকা, শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

মাঠে মাঠে দোল খাচ্ছে কৃষকের স্বপ্ন
নীলফামারী প্রতিনিধি
মাঠে মাঠে দোল খাচ্ছে নতুন ধান

বিস্তীর্ণ মাঠজুড়ে কেবলি সোনালি ধানের সমারোহ। হেমন্তের বাতাসে আমন ধানের সোনালি ঢেউ কৃষকের মন ভরিয়ে দিচ্ছে। ঢেউয়ের মতো খেলে যাচ্ছে ধান গাছের সোনালি শীষ। আর কদিন পরেই পুরোদমে ধান কাটা শুরু হবে। দিগন্ত জোড়া সোনালি ফসলের মাঠ প্রাকৃতিক সৌন্দর্যকে আরও বিকশিত করে তুলেছে। মাঠে মাঠে দোল খাওয়া নতুন ধানের স্বপ্ন দেখছে কৃষকরা।

কৃষি বিভাগ সূত্র জানায়, এবার জেলায় ১ লাখ ১৩ হাজার ১০০ হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। লক্ষ্যমাত্রা ছাড়িয়ে আবাদ হয়েছে ১ লাখ ১৩ হাজার ১০৫ হেক্টর জমিতে। লক্ষ্যমাত্রার চেয়ে অর্জিত জমির পরিমাণ ৫ হেক্টর বেশি। এবার উফশি ৯১ হাজার ২২৫ হেক্টর, স্থানীয় জাত ৩৬৮ হেক্টর এবং হাইব্রিড ধান ২১ হাজার ৫১২ হেক্টর জমিতে আবাদ হয়েছে।

ডিমলা উপজেলার উত্তর তিতপাড়া গ্রামের কৃষক এমদাদুল হক বলেন, এবার ৬ বিঘা জমিতে রোপা আমন চাষ করেছি। ফলনও ভালো হয়েছে। বর্ষার শুরুতে আকাশে পানির অভাব ছিল। প্রথমবার সেচের পানি দিয়ে ধান লাগালেও পরে প্রচুর আকাশের পানি পাওয়া গেছে। ধান আবাদে তেমন কোনো সমস্যা হয়নি। আশা করি বিঘা প্রতি ১২ থেকে ১৩ মণ ধান হবে। বর্তমানে ধানের বাজার ভালো হওয়ায় লাভের আশা করছি। আগামী মাসের ১৫ থেকে ২০ দিনের মধ্যে পুরোদমে ধান কাটা শুরু হবে।

নীলফামারী সদর উপজেলা কৃষি অফিসার আতিক আহমেদ বলেন, মাঠ পর্যায়ে উঠান বৈঠক করে ধানের রোগবালাই দমনসহ সঠিক সময়ে কর্তনের পরামর্শ দেয়া হচ্ছে। এবার সদর উপজেলায় ২৮ হাজার ২০৫ হেক্টর জমিতে আমন ধানের চাষ করা হয়েছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের প্রশিক্ষণ কর্মকর্তা মোছা হুমায়রা মণ্ডল বলেন, প্রাকৃতিক দুর্যোগের পরেও গত দু-তিন বছরের তুলনায় এবার ধানের ফলন ভালো হয়েছে। গত আমন মৌসুমের তুলনায় এবার ৫ হেক্টর জমি বেশি আবাদ হয়েছে। চলতি মৌসুমে আগাম জাতের ১৭ হাজার ৫০ হেক্টর জমির আমন ধান কর্তন করা হয়েছে।

বিডি প্রতিদিন/এমআই



এই পাতার আরো খবর