ঢাকা, বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

শীত উপেক্ষা করে পিয়াজ লাগাতে ব্যস্ত নারীরা
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি
পিয়াজ লাগাতে ব্যস্ত নারীরা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার বিভিন্ন এলাকায় শীত, বাতাস ও কুয়াশাকে উপেক্ষা করে নারীরা পিয়াজ লাগাতে ব্যস্ত সময় কাটাচ্ছে। বিশেষ করে উপজেলার সাতৈর, পরমেশ্বরদী, শেখর ও রুপাপাত ইউনিয়নের গ্রামগুলোর ফসলি ক্ষেতে পিয়াজের চাষ হয়।

পুরুষের সাথে তাল মিলিয়ে নারীরাও নেমে গেছে পিয়াজ লাগাতে। সারাদিন রোদের দেখা নেই এ উপজেলায়। প্রচণ্ড শীতে চাদর মুড়ি দিয়ে নারীদের পিয়াজ লাগাতে দেখা গেছে মাঠগুলোতে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একজন শ্রমিক ৫০০ টাকা পাচ্ছেন বলে শ্রমিকরা জানান।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ প্রীতম কুমার হোড় জানান, এ বছরে গুটি পিয়াজের লক্ষ্যমাত্রা ৮৪০০ হেক্টর জমিতে। হালি পিয়াজ রোপণ কার্যক্রম চলমান রয়েছে। এ পর্যন্ত রোপণ হয়েছে ২৭০০ হেক্টর জমিতে। গত বছরের চেয়ে এ বছর পিয়াজের চাষ কম হচ্ছে। উপজেলায় সরিষা চাষ হয়েছে মোট ১৯৩০ হেক্টর জমিতে, গম চাষ হয়েছে ২৩০০ হেক্টর জমিতে। লক্ষ্যমাত্রা অর্জিত হবে বলে আশা করছেন তিনি।

বিডি প্রতিদিন/এমআই



এই পাতার আরো খবর