ঢাকা, বুধবার, ২৪ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

‘সিন্ডিকেট ভাঙতে পারলে কৃষকরা ন্যায্য মূল্য পাবে’
দিনাজপুর প্রতিনিধি

‘কৃষি ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙতে পারলে কৃষক ভাইয়েরা তাদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্যে পাবে। আর এর জন্য প্রয়োজন জাতীয় কৃষক সমিতির পতাকা তলে এসে ঐক্যবদ্ধভাবে নেতাকর্মীদের লড়াই সংগ্রাম করা।’

শনিবার দিনাজপুর নাট্য সমিতির মিলনায়তনে জাতীয় কৃষক সমিতি দিনাজপুরের জেলা সম্মেলনে বক্তারা এসব কথা বলেন। সম্মেলন উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্য রাখেন ওয়াকার্স পার্টি দিনাজপুর সভাপতি ও সাবেক পৌর চেয়ারম্যান সৈয়দ মোসাদ্দেক হোসেন লাবু।

জাতীয় কৃষক সমিতি দিনাজপুর সভাপতি আব্দুল হকের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক কমরেড হবিবর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সম্পাদক মন্ডলী সদস্য রবিউল আউয়াল খোকা ও জেলা ওয়াকার্স পার্টির নির্বাহী সদস্য শফিকুল ইসলাম শিকদার। শুভেচ্ছা বক্তব্যে রাখেন শ্রমিক নেতা বিমল আগারওয়ালা, জেলা মৈত্রীর সাধারণ সম্পাদক আস্তারুল আলম, কৃষক নেতা শহিদুল ইসলাম হিরা, জাতীয় কৃষক সমিতির দিনাজপুরের সহ-সাধারণ সম্পাদক মোর্শারফ হোসেন বাবু, পার্বতীপুর কৃষক নেতা আবু তালেব প্রমুখ।

বিডি প্রতিদিন/হিমেল



এই পাতার আরো খবর