ঢাকা, বুধবার, ২৪ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

বোয়ালমারীতে কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় উপজেলা নির্বাহী অফিসার মোশারেফ হোসাইনের সভাপতিত্বে উপজেলা পরিষদ চত্বরে বিতরণ কার্যক্রমের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন। 

এসময় আরও উপস্থিত ছিলেন সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা, উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ, ইলেকট্রনিক ও মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং উপকার ভোগী কৃষক কৃষাণীবৃন্দ। উ

পজেলা কৃষি অফিসার কৃষিবিদ প্রীতম কুমার হোড় জানান, এ মৌসুমে উপজেলায় মোট ১১০০ জন কৃষকের মাঝে প্রণোদনা কর্মসূচির বীজ ও রাসায়নিক সার বিনামূল্যে বিতরণ করা হবে এবং একজন কৃষক প্রতি ১ বিঘা জমির জন্য ৫ কেজি উফশী আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার বিনামূল্যে পাবেন। 

বিডি প্রতিদিন/হিমেল



এই পাতার আরো খবর