ঢাকা, বুধবার, ২৪ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

চরভদ্রাসনে কৃষকদের উদ্যোক্তা উন্নয়নমূলক প্রশিক্ষণ প্রদান
চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের চরভদ্রাসনে চর এলাকায় উচ্চ মূল্যের তিনটি ফসলের উদ্যোক্তা উন্নয়ন ও মূল্য শৃঙ্খল শীর্ষক এক প্রকল্পের আওতায় ৭০ জন কৃষক ও কৃষাণীকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সকাল দশটার দিকে সদর ইউনিয়নের আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ বিজ্ঞান একাডেমী এর অর্থায়নের এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্পের প্রধান গবেষক পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয়ের অর্থনীতি ও সমাজ বিজ্ঞান বিভাগের প্রফেসর মো. বদিউজ্জামান। বিশেষ অতিথি ছিলেন উক্ত প্রকল্পের সহকারী গবেষক ও সহযোগী অধ্যাপক অনুপ কুমার মন্ডল। সভাপতিত্ব করেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী আবু সেলিম।

বিডি প্রতিদিন/হিমেল



এই পাতার আরো খবর