ঢাকা, বুধবার, ২৪ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

মাগুরায় উচ্চ ফলনশীল তোষা পাট-৮ জাতের মাঠ দিবস
মাগুরা প্রতিনিধি

মাগুরায় “বিজেআরআই উদ্ভাবিত উচ্চ ফলনশীল তোষা পাট-৮ (বারি-১) জাতের উৎপাদন প্রযুক্তি এবং কৃষক পর্যায়ে জনপ্রিয়করণ” এর লক্ষ্যে দিবস অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের গবেষণা অনুবিভাগের যুগ্ম সচিব রেহানা ইয়াছমিন।

আজ শনিবার ফরিদপুর আঞ্চলিক পাট গবেষণা কেন্দ্রের আয়োজনে সদর উপজেলার নালিয়ারডাঙ্গী গ্রামে বিজেআরআই উদ্ভাবিত উচ্চ ফলনশীল তোষা পাট-৮ এর মাঠ পরিদর্শন শেষে স্থানীয় প্রাথমিক বিদ্যালয় মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের মাহাপরিচালন ড. আব্দুল আওয়ালের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিজেআরআই এর পরিচালক নার্গিস আক্তার, ড. আব্দুল আওয়াল, সদর উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন কবির, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান, উপ-সহকারি কৃষি কর্মকর্তা লব কুমার, কৃষক আক্কাস আলী খান, তারিয়া পারভিন, রিপন মন্ডল।

প্রধান অতিথি রেহানা ইয়াছমিন জানান, বিজেআরআই উদ্ভাবিত উচ্চ ফলনশীল তোষা পাট-৮ অন্যান্য জাতের চেয়ে ভাল। এটি খরা ও জলাবদ্ধতা সহিষ্ণু। এ জাতের পাট চাষে ফলন বেশি, গুণগত মান অন্যান্য পাটের তুলনায় অনেক ভাল। বাজারে দামও পাওয়া যায় অনেক বেশি। আমরা এ পাট চাষে কৃষক পর্যায়ে উদ্বুদ্ধকরণের কাজ করছি। ইন্ডিয়ান জাতের পাট চাষ করতে তাদের উপর নির্ভরশীল থাকতে হয়। কিন্তু আমাদের দেশি তোষা পাট-৮ (বারি-১) চাষ করলে কৃষকরা নিজেরাই বীজ সংরক্ষণ করে পরবর্তীতে চাষ করতে পারবেন।

বিডি প্রতিদিন/হিমেল



এই পাতার আরো খবর