ঢাকা, বুধবার, ২৪ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

কলাপাড়ায় পালিত হয়েছে বিশ্ব মৎস্য দিবস
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
কলাপাড়ায় পালিত হয়েছে বিশ্ব মৎস্য দিবস

পটুয়াখালীর কলাপাড়ায় পালিত হয়েছে বিশ্ব মৎস্য দিবস। এ উপলক্ষে মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার মৎস্য বন্দর আলীপুরের বিএফডিসি মার্কেটের হল রুমে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আন্তর্জাতিক গবেষণা সংস্থার ওয়ার্ল্ডফিস বাংলাদেশ, ইউএসএআইডি ইকোফিস-২ এর আয়োজন করে। সভায় বক্তব্য রাখেন পটুয়াখালী ইকোফিস-২ এর সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি, উপজেলা মেরিন ফিশারিজ কর্মকর্তা আশিকুর রহমান, কুয়াকাটা নৌ-পুলিশের এসআই তাপস কুমার সরকার, নিজামপুর কোস্টগার্ড স্টেশনের কর্পোরাল হুমায়ুন কবির প্রমুখ।

বক্তারা সমুদ্রে প্লাস্টিক ও ছেড়া জাল ফেলার ক্ষতিকর দিক তুলে ধরেন। এ ছাড়া সমুদ্রে ছেড়া জাল ফেলায় সামুদ্রিক কচ্ছপ, ডলফিন মারা যাচ্ছে বলে উল্লেখ করেন। একই সাথে নিষিদ্ধ জাল ব্যবহারে নৌ-বাহিনী ও কোস্টগার্ড সদস্যদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান।

এসময় সমুদ্রগামী জেলে, মৎস্য ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ব্লু গার্ড সদস্যরা উপস্থিত ছিলেন।

বিডি প্রতিদিন/এমআই



এই পাতার আরো খবর