ঢাকা, মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

সুলভে বিষমুক্ত শাক-সবজি বিক্রয়ে ‘কৃষকের বাজার’
জামান আখতার, চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় প্রান্তিক পর্যায়ে সুলভে বিষমুক্ত শাক-সবজি বিক্রয়ে যাত্রা শুরু করেছে ‘কৃষকের বাজার’। সদর উপজেলার ডিঙ্গেদহ হাটখোলায় বসছে এ বাজার। এখানে কৃষক ও ভোক্তা পর্যায়ে ন্যায্যমূল্যে কেনাবেচা হচ্ছে। এতে উভয় পক্ষই লাভবান হবে, মনে করছেন সংশ্লিষ্টরা। জেলা বাজার ও বিপণন কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, সপ্তাহের রবি ও বৃহস্পতিবার বিকালে হাটখোলা বাজারের নির্ধারিত স্থানে বসছে কৃষকের বাজার। ক্রেতা-বিক্রেতার সুবিধার কথা বিবেচনা করে এ বাজারে সরকারিভারে নির্মাণ করা হয়েছে ছাউনি। বিক্রেতাদের জন্য করা হয়েছে পাকা মেঝে। স্থানীয় কৃষক দোয়াল্লিন বলেন, আগে কাঁচামালের আড়তে তাদের বেঁধে দেওয়া দামে শাক-সবজি বিক্রি করতে হতো। তাদের ও ফড়িয়াদের লাভের পর ক্রেতাকে কিছুটা চড়া দামে সবজি কিনতে হতো। এখন কৃষকরা আড়তের চেয়ে কিছুটা বাড়তি দামে পণ্য বিক্রি করলেও ক্রেতারা পাচ্ছেন বাজারের চেয়ে কম দামে। বিক্রেতারা বলছেন, এ বাজারে বিষমুক্ত নিরাপদ সবজি সাশ্রয়ীমূলে কেনাবেচা হচ্ছে। জেলা বাজার ও বিপণন কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম কমাতে ‘কৃষকের বাজার’ কাজে আসবে।



এই পাতার আরো খবর